📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: টেকনিশিয়ানদের অভিযোগ ছিল বেতন বৃদ্ধি হয়নি। তাই তাঁরা নতুন মেগা সিরিয়ালে কাজ শুরু করতে নারাজ। সম্প্রচারে যাতে ব্যাঘাত না ঘটে, এজন্যে পুরনো মেগাগুলির শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। খবর ছিল, চ্যানেল-প্রযোজক-টেকনিশিয়ান গিল্ড এবং ফেডারেশন, সব পক্ষের আলোচনা, মীমাংসা হবে। নির্দিষ্ট শতাংশ বেতন বৃদ্ধির আশ্বাস পেলে, তবেই এই তিন মেগার কাজ শুরু হবে।
গত বুধবার অর্থাৎ ২৮ মে ছিল সেই আলোচনা। কী হল সেই আলোচনায়? কী কী প্রসঙ্গ উঠে এল সেই আলোচনায়? আদৌ কি এই ‘শুটিং বন্ধ’-এর সিদ্ধান্ত বহাল থাকবে? এমনই কিছু প্রশ্ন ছিল ফেডারেশন ঘনিষ্ট এক সূত্রের কাছে। তিনি বলেন, ‘অনেক কিছু ঘটেছে, তবে ইতিবাচক পরিণতিতে আলোচনা পর্ব মিটেছে। আমরা আশাবাদী আগামী ১০ জুনের মধ্যে বেতন বৃদ্ধির সমস্যাসহ আরও বেশ কিছু সমস্যার সমাধান হবে।’

