নিজস্ব সংবাদদাতা, Todays Story: শহরের একাধিক স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ই মেইল এসছিল। এই হুমকি-মেলকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় সোমবার। মঙ্গলবার কলকাতা পুলিশ জানিয়েছে, ওই হুমকি-মেল ভুয়ো ছিল। ভয়ের কোনও কারণ নেই।রবিবার রাত পৌনে একটার সময়ে শহরের বিভিন্ন স্কুলের আইডিতে একটি উড়ো মেইল আসে। স্কুলে টাইম বম্ব রাখা হয়েছে, পড়ুয়ারা যখন থাকবে, তখনই বিস্ফোরণ ঘটবে, উল্লেখ করা হয় ওই মেলে। হুমকি মেইলকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়ায়।এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে গোটা জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল স্বঘোষিত জঙ্গি সংগঠনের। কলকাতার পাশাপাশি শিলিগুড়ির কয়েকটি স্কুলও এই ইমেল পেয়েছে বলে সূত্রের খবর
স্কুলে বোমা-হুমকির মেইল ভুয়ো, আশ্বস্ত করল কলকাতা পুলিশ
