📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২১ জুলাইয়ের মঞ্চে মমতার মুখে ‘রাম-বাম-শ্যাম’ । ‘রাম-বাম-শ্যাম সবাই একজোট হয়েছে, জগাই-মাধাই-গদাই। বামপন্থীদের কথা ছাড়ুন, যত না বলেন ততই ভাল। সোশাল মিডিয়ায় টাকা খরচ করে বেঁচে আছে। নরকঙ্কালের সরকার, বাংলাকে শেষ করে দিয়েছিল’, আক্রমণ তৃণমূলনেত্রীর।
‘সোশাল মিডিয়ায় টাকা খরচ করে বেঁচে আছে’, তৃণমূলনেত্রীর নিশানায় বামেরা
