‘সোশাল মিডিয়ায় টাকা খরচ করে বেঁচে আছে’, তৃণমূলনেত্রীর নিশানায় বামেরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২১ জুলাইয়ের মঞ্চে মমতার মুখে ‘রাম-বাম-শ্যাম’ । ‘রাম-বাম-শ্যাম সবাই একজোট হয়েছে, জগাই-মাধাই-গদাই। বামপন্থীদের কথা ছাড়ুন, যত না বলেন ততই ভাল। সোশাল মিডিয়ায় টাকা খরচ করে বেঁচে আছে। নরকঙ্কালের সরকার, বাংলাকে শেষ করে দিয়েছিল’, আক্রমণ তৃণমূলনেত্রীর।