সোমবার হাসিনার বিচার শুরু, সকাল থেকে প্রতিবাদে পথে আওয়ামী লিগ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (International Crime T ribunal, Dhaka)বিচার শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina, Ex PM of Bangladesh)  পর। গত বছর ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের (people uprise in August 5, 2025) মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অ পর্যন্ত দেশের আদালতগুলিতে আড়াইশোর বেশি খুনের মামলা দায়ের হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হয়েছে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার একাধিক মামলা। তারই একটি মামলার সোমবার শুনানি শুরু হবে।

হাসিনা ছাড়াও এই মামলায় অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal) এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন এক আইজিপি। তৃতীয়জন কারাগারে বন্দি। তাঁকে আজ ট্রাইব্যুনালে তোলা হতে পারে। হাসিনা এবং আসাদুজ্জামান দেশের বাইরে। তাঁদের অনুপস্থিতিতেই বিচার হবে।

error: Content is protected !!