📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিমানবন্দরমুখী মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এই লাইনে সোম থেকে শুক্র মেট্রো চলাচলের সময় বাড়তে চলেছে। একই সঙ্গে শনি-রবিতে সংশ্লিষ্ট লাইনে মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। ৩ তারিখ সোমবার থেকে এই সিদ্ধান্তগুলি কার্যকরী হবে।
সোম থেকে শুক্র ইয়েলো লাইনে প্রথম মেট্রো কখন পাওয়া যাবে?
আগে এই লাইনে প্রথম মেট্রো পাওয়া যেত সকাল ৭টা ৫৫ মিনিট এবং শেষ মেট্রো পাওয়া যেত ৮টা ১৭ মিনিটে। এ বার সেই সময় পরিবর্তন করা হয়েছে। আগামী সোমবার অর্থাৎ ৩ তারিখ থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা ১৮ মিনিটে এবং শেষ মেট্রো মিলবে ৯টা ৩০ মিনিটে।

