সোমবার কানাডায় মোদী, যোগ দেবেন G7 সামিটে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার সকালেই কানাডায় পৌঁছনোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যোগ দেবেন G7 সামিটে। গত কয়েক মাস ধরেই ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন চলছে। এই আবহে মোদীর কানাডা সফর তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

error: Content is protected !!