📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। একমাত্র ভারতীয় অ্যাথলেট হিসাবে তাঁর ক্যাবিনেটে অলিম্পিক্সের (Olympics) দু’টি পদক রয়েছে, একটি সোনা ও একটি রুপো। এবার তিনি ২০২৫ মরসুম শুরু করলেন বেশ জমকালোভাবে। আগামী মাসে রয়েছে দোহা ডায়মন্ড লিগ (Doha Diamond League)। আর তার আগে, তিনি দক্ষিণ আফ্রিকায় (South Africa) একটি ইভেন্টে অংশগ্রহণ করে সোনা জিতে নিলেন। যদিও প্রতিযোগিতাটি ছিল আমন্ত্রণমূলক ও প্রতিযোগী ছিলেন ছয়জন।
বুধবার (১৬ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে (Pochestrum) আমন্ত্রণমূলক ‘পচ ইনভিটেশনাল ট্র্যাক ইভেন্টে’ জ্যাভলিন (Jyavlin) থ্রোতে নীরজ থ্রো করেছেন ৮৪.৫২ মিটার। যদিও এই দূরত্ব তাঁর কেরিয়ার সেরা থ্রোর কাছাকাছিও নয়। তাঁর ব্যক্তিগত সেরা থ্রো ৮৯.৯৪ মিটার।