📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৯ অক্টোবর সৃজন সাথী শিল্পচর্চা কেন্দ্রের উদ্যোগে লীলা রায় সভাঘরে সৃজন সাথীর বিজয়া সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। একই সঙ্গে উক্ত দিনে প্রদান করা হল “কামিনী রায় স্মৃতি সম্মান ২০২৫”। কবিতা,নাচ ,গান ও শ্রুতি নাটকের মতো বিভিন্ন বিভাগে সেরার সেরাদের নির্বাচিত করে তাদের এই সম্মানে সম্মানিত করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সোমনাথ ঘোষ তাঁর বক্তব্যে জানান সে যুগে বেথুন স্কুল আর ঠাকুর বাড়ির উদ্যোগে সাহিত্য চর্চার এক নতুন দিগন্ত খুলে যায়। কামিনী রায় বেথুন কলেজ থেকে প্রথম মহিলা গ্রাজুয়েট হন। বাঙালি মহিলা কবি ও সাহিত্যিকদের তিনি আরো উন্নত মানের লেখা লিখে নোবেল কমিটিতে পাঠাবার অনুরোধ করেন।
সেরার সেরা যাঁরা “কামিনী রায় স্মৃতি সম্মান ২০২৫” অর্জন করলেন:
গানে: ঐশীক মন্ডল , সোহম মজুমদার
নাচে: তৃষান ধর
আবৃত্তিতে: প্রাযুক্তা চক্রবর্তী সেলভিসা সেন, শ্রাবণী ভূঁইয়া ,
নন্দা দাশগুপ্ত , ভাস্বতী কর ,
কাকলি চ্যাটার্জী।
শ্রুতি নাটকে: কাকলি ব্রহ্মচারী, তন্ময় দে বিশ্বাস, সুনীল বণিক, মৌমিস্টি মন্ডল, সুবীর দে, সুমিত্রা ব্যানার্জী ,সুদীপ্তা মুখার্জী, জয়া দাস ।
সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ এবারের আজীবন সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত থাকার স্বীকৃতি স্বরূপ সম্মান পেলেন ।
বিশিষ্ট অতিথি ছিলেন মানসী রায় চট্টোপাধ্যায় ও কৌশিক গাঙ্গুলি ।
সকল অতিথি ও শিল্পীদের মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয়। সঙ্গে ছিল চা বিস্কুট ও মিষ্টি ।
অনুষ্ঠানের অন্য শিল্পীরা :-
গান – অহনা চক্রবর্তী ,জয়ন্তী খাঁ ,
মিতালী গোস্বামী
মাউথ অর্গান , সোমনাথ দাস
কবিতা – সৌমি দত্ত, বিপুল পালচৌধুরি , শঙ্কর কুমার রায় , সুতপা চক্রবর্তী,রিতা পাল , টুম্পা মন্ডল , মঞ্জু মল্লিক , বিনা ভট্টাচার্য, সুতপা রায়, জয়া ব্যানার্জী ,শিপ্রা চক্রবর্তী , স্মিতা দাশ
অচিন রতন কর , মালতী বোস
মালবিকা সাহা , সুজিত চৌধুরী
শ্রুতি -শিপ্রা চক্রবর্তী , স্মিতা দাশ
জয়ন্তী খাঁ ,মৌসুমী মজুমদার , শর্মিষ্ঠা বসু , লক্ষ্মী মন্ডল, অচিন রতন কর, সীমা কর , সোমা দাস , কাজল মন্ডল , দেবাশীষ গুহ
জাতীয় সঙ্গীতের মূর্ছনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে