📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৈদিক জ্যোতিষশাস্ত্রে মাঝে মাঝে গ্রহ ও নক্ষত্রপুঞ্জের এমন আশ্চর্যজনক সমন্বয় দেখা যায়, যা বহু বছর পরে ঘটে। মার্চ মাসের শেষে এমনই বিরল ঘটনা ঘটতে চলেছে। আগামী ২৯ মার্চ শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবেন। আর সেদিনই হবে বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ। শনিদেবের পাশাপাশি মীন রাশিতে শুক্র, রাহুর অবস্থানে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। চৈত্র শুক্লপক্ষের অমাবস্যা তিথিতে ১০০ বছর পর এমন কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। এই শুভ যোগ চার রাশির সৌভাগ্যের দরজা খুলে দেবে। আপনি আছেন সেই তালিকায়? জেনে নিন-
বৃষ- ত্রিগ্রহী যোগে বৃষ রাশির সুদিন ফিরতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। কোনও বড় ব্যবসায়িক চুক্তি করতে পারেন৷ পুরনো বিনিয়োগ থেকে উপার্জন বাড়বে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। পরিবারে সকলের সঙ্গে ভাল সময় কাটাবেন।
মিথুন- মার্চে ত্রিগ্রহী যোগ মিথুন রাশির জন্য লাভজনক হবে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ে ভবিষ্যতে লাভ হবে এমন বড় চুক্তি করতে পারেন। পৈতৃক সম্পত্তির মালিক হতে পারেন। অনেক দিন ধরে আইনি ঝামেলা চললে এবার মীমাংসা হবে। সন্তানের থেকে সুসংবাদ আসতে পারে।
কুম্ভ- শনি, শুক্র ও রাহুর সংমিশ্রণে গঠিত ত্রিগ্রহী যোগ কুম্ভ রাশির জন্য শুভ হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। জীবনে আরাম, বিলাসিতা বাড়বে। আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পুরনো ঋণ শোধ করতে পারবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
মীন- ত্রিগ্রহী যোগের সবচেয়ে বড় প্রভাব পড়বে মীন রাশির মানুষদের জীবনে। আত্মবিশ্বাস বাড়বে। অনেক দিনের ইচ্ছাপূরণ হতে পারে। অফিসে কাজের প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
সূর্যগ্রহণে শনি-শুক্র-রাহুর ত্রিগ্রহী যোগ! ৪ রাশির মরচে পড়া ভাগ্যে সোনার চমক, টাকায় ভাসবে কাদের জীবন?
