সুস্থ থাকুন সবাই, কালীঘাটে পুজো দিয়ে নববর্ষের আগাম শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যবাসীকে নববর্ষের আগাম শুভেচ্ছা। শনিবার সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীকে নববর্ষের আগামী শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, উত্তরবঙ্গে লোকসভা ভোটের প্রচার করে কলকাতায় ফেরেন তিনি। প্রতিবারের মতো সন্ধ্যায় যান কালীঘাটে পুজো দিতে। তিনি জানান, চলতি বছরের অগস্ট মাসে শেষ হবে কালীঘাটে স্কাইওয়াকের কাজ।রবিবার পয়লা বৈশাখ। বাংলা বছরের শুরু। পাশাপাশি রাজ্যের প্রতিষ্ঠা দিবস। রবীন্দ্রসদনের এই অনুষ্ঠানে রাজ্যবাসীদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি রাজ্যকে এই অনুষ্ঠান পালনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। যদিও নির্বাচনী বিধি লাগু হওয়ায় এই অনুষ্ঠানে থাকবেন না মুখ্যমন্ত্রী।এদিন পুজো দেওয়ার পর মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে ঘুরে দেখেন কালীঘাটের নির্মাণ কাজ। সোমবার ফের নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে যাবেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার জোড়া রোড-শো করার কথা রয়েছে।

error: Content is protected !!