📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:দীর্ঘ পাঁচ বছর পর জানা গেল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর (Sushant Singh Rajput Case) কারণ। বলিউড অভিনেতার (Bollywood Actor) মৃত্যু মামলায় আদালতে ক্লোজার রিপোর্ট দাখিল করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)।রিপোর্টে রয়েছে :-
১ সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছে, তাকে কেউ জোর করেনি।
২ রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবার ক্লিন চিট পেয়েছে।
৩ কোনও ক্রিমিনাল অ্যাঙ্গেল বা ‘ফাউল প্লে’ (ষড়যন্ত্র) পাওয়া যায়নি এই কেসে।
৪ AIIMS ফরেনসিক দলও খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।
৫ সোশ্যাল মিডিয়া চ্যাটগুলি তদন্তের জন্য আমেরিকায় পাঠানো হয়েছিল, টেম্পারিংয়ের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
কী অবস্থায় পাওয়া গিয়েছিল দেহ
সেই সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুশান্তের মৃতদেহ পাওয়া গিয়েছিল। কিন্তু ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পরে, সুশান্তের পরিবার রিয়া চক্রবর্তী এবং অন্যদের বিরুদ্ধে পাটনায় একটি এফআইআর দায়ের করে, আত্মহত্যায় প্ররোচনা, চুরি সহ অন্যান্য অভিযোগ করে।
সুশান্তের পরিবারের অভিযোগ ও আইনি বিরোধ
সুশান্তের পরিবার পাটনায় রিয়া চক্রবর্তী এবং অন্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, জালিয়াতি, চুরি এবং বেআইনিভাবে আটকে রাখার অভিযোগে এফআইআর দায়ের করেছিল। এর ফলে বিহার পুলিশ ও মুম্বাই পুলিশের মধ্যে এখতিয়ার নিয়ে বিরোধ দেখা দেয়। বিহার সরকারের সুপারিশে পরে কেন্দ্রীয় সরকার এই মামলায় সিবিআই তদন্তের অনুমোদন দেয়।