📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন ‘যোগ্য’ শিক্ষকরা। যাঁদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, তাঁরা বাদে বাকিরা আপাতত স্বস্তি পেয়েছেন এই রায়ে। বৃহস্পতিবার এই রায়ের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানালেন, এই বছরের মধ্যেই শিক্ষকদের নিয়ে এই গোটা সমস্যার সমাধান হয়ে যাবে।
এদিন তিনি বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেলাম, আপাতত স্বস্তি। কী করে শিক্ষকদের বেতন দেওয়া যায়, এটা আমাদের চিন্তা ছিল। আমি কথা দিয়েছিলাম, সরকার দেখবে যাতে শিক্ষকদের কোনও অসুবিধা না হয়। আমাদের আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। অনেকে বলছেন গোটা বিষয়টা ২০২৬-এ গড়াবে, কিন্তু তা হবে না। আমি মানুষের কাজে ভুল করি না। শিক্ষকরা মাইনে পাবেন যথাসময়ে।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘একটা স্বস্তি হলে, ভবিষ্যতের স্বস্তিও তার ওপর নির্ভর করে। আমি শিক্ষকদের অনুরোধ করব, ভালভাবে ক্লাস করান, কাজ করুন। চিন্তা করবেন না। আমরা আপনাদের সমব্যথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে। আইনের সাহায্যে সমাধান বের করব, ধৈর্য্য ধরতে হবে।’