📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গতকাল রাত থেকে জেলার আবহাওয়ায় বদল এসেছে। দমকা বাতাস বইছে। মাঝে মাঝে আকাশ মেঘে ছেয়ে যাচ্ছে। তাপমাত্রার পারদও নিম্নমুখী। আজ থেকে টানা কয়েকদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই পূর্বাভাস অনুযায়ী জেলাজুড়ে বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তাল হতে পারে নদী ও সমুদ্র। সুন্দরবন এলাকায় দুর্যোগের মাত্রা বেশি হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সুন্দরবন পুলিশ জেলার নামখানা-সহ একাধিক থানার পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে মাইক প্রচার শুরু হয়েছে।সামুদ্রিক মৎস্য শিকার বন্ধ থাকলেও স্থানীয় নদী, খাঁড়িতে মাছ ধরার সঙ্গে যুক্ত সকল মৎস্যজীবীকে নিষেধ করা হচ্ছে। এমনকি সুন্দরবনে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। সবমিলিয়ে একদিকে টানা গরমের হাত থেকে মুক্তি মিললেও দুর্যোগের আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে সুন্দরবনের বাসিন্দাদের।আজ সোমবার ভারী বৃষ্টি-কালবৈশাখীর আশঙ্কা বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায়। উত্তরের সব জেলায় মাঝারি বৃষ্টি। আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। উপকূলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি। যার পরিমাণ ১০০ মিলিমিটার ছাড়াতে পারে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টি দক্ষিণের সব জেলায়। সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে দমকা হাওয়া। একই রকম বৃষ্টি উত্তরেও।
সুন্দরবনে টর্নেডো সতর্কতা জারি, নদী ও সমুদ্রে নামতে নিষেধ মৎসজীবীদের, মাইকিং শুরু পুলিশের
