সুনীতারা নিরাপদে ফিরে এলেও মহাশূন্যে কাটানোর রেকর্ডের অধিকারী একমাত্র CPIM!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দীর্ঘ সাড়ে ন’মাস পর অপেক্ষা, উদ্বেগের অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। দীর্ঘ ১৭ ঘণ্টার যাত্রা শেষে মঙ্গল-বুধ ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে পৃথিবীতে এসে পৌঁছন তাঁরা। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরে নামে Crew-9 মহাকাশযানের ক্যাপসুলটি। নিরাপদে অবতরণের জন্য নির্দিষ্ট দূরত্ব থেকে প্যারাশুট দিয়ে ঝুলিয়ে নামানো হয় সেটিকে। সরাসরি জলে অবতরণ করে ক্যাপসুলটি। আর সুনীতারা পৃথিবীর বুকে অবতরণ করতেই বামেদের প্রসঙ্গ টানলেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। ৯৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সামাজিক মাধ্যমে বামেদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন কটাক্ষ। তিনি লিখেছেন,
‘ সুনীতা উইলিয়ামস ২৮৬ দিন মহাশূন্যে কাটিয়ে আজ পৃথিবীতে ফেরার পরে জানা গেল আসলে সবচেয়ে বেশি সময় (৬ বছর) মহাশূন্যে কাটানোর রেকর্ডের অধিকারী একমাত্র বঙ্গ সিপিআইএম।’