সুদৃশ্য কার্যালয়, এসি ঘর-কিছুই থাকবে না, বিজেপি কর্মীদের এসআইআর-হুঁশিয়ারি শমীকের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) যথাযথভাবে সম্পন্ন করার ব্যাপারে কোনও গাফিলতি করা চলবে না। এ ব্যাপারে দলীয় কর্মীদের সক্রিয় ভূমিকা নেওয়ার জন‌্য বার্তা দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দিলেন বঙ্গ বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্য।

সূত্রের খবর, দলের অভ্যন্তরীণ ভার্চুয়াল বৈঠকে শমীক নেতাদের বার্তা দিয়েছেন, গাফিলতির জেরে এসআইআর রূপায়ণে রাজনৈতিক দল হিসাবে বিজেপির ভূমিকায় ঘাটতি থেকে গেলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে দলের নেতা-কর্মীদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। জেলায় জেলায় দলের যেসব সুদৃশ্য কার্যালয় গড়ে উঠেছে, সব তৃণমূল দখল করে নেবে। শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসা আর হবে না। এমনকী, ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করার লোকও খুঁজে পাওয়া যাবে না! এসআইআরের পক্ষে সওয়াল করে মাঠে নেমেছে বিজেপি। এসআইআরের বিরোধিতা করলে গুলি খেতে হবে বলেও হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। যা নিয়ে চলছে বিতর্কও।