📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শারদীয়া উৎসবের প্রাক্কালে সমাজের দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল বসিরহাটের সুপরিচিত সামাজিক সংস্থা ‘সুকৃতি ফাউন্ডেশন’। সংগঠনের পক্ষ থেকে বসিরহাট ও তার পার্শ্ববর্তী এলাকার দুঃস্থ পরিবারদের মধ্যে খাদ্য ও নতুন বস্ত্র বিতরণ করা হয়।
এই মানবিক কর্মসূচিতে মোট ৩০০ জন মানুষকে নতুন বস্ত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি, ২০জন অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল, দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই উৎসবের অংশ করে তোলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা ও স্থানীয় বিশিষ্টজনেরা। সংগঠনের তরফে জানানো হয় যে, “পূজা শুধু নিজেদের মধ্যে আনন্দ করার নয়, বরং সবার সঙ্গে ভাগ করে নেওয়ার। আমাদের এই ছোট প্রচেষ্টা যদি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের এই কাজ সার্থক হবে।”
উপকারভোগীরা সুকৃতি ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই ধরনের মানবিক কাজ সমাজের অন্যান্য সংস্থাকেও অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।
সিরহাটের সুকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও বস্ত্র বিতরণ
