📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম-এর প্রার্থী হিসেবে লড়া ঈশ্বরচন্দ্র রায় এবার নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করলেন। তিনি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। ধূপগুড়িতে একটি রাজনৈতিক সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগদান করেন তিনি।
এই যোগদানে ধূপগুড়ির রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, ঈশ্বরচন্দ্র রায়ের এই সিদ্ধান্তে ধূপগুড়িতে বিজেপির সাংগঠনিক ভিত আরও মজবুত হবে। এক বিজেপি জেলা নেতৃত্ব বলেন, “ঈশ্বরবাবুর মতো ব্যক্তিত্ব বিজেপিতে আসায় আমরা উৎসাহিত। তিনি দীর্ঘদিনের সমাজসেবক ও শিক্ষিত মুখ, যিনি মানুষের পাশে থেকে কাজ করেছেন।”
অন্যদিকে, সিপিআইএম-এর তরফে এই যোগদানকে ‘নৈতিক বিচ্যুতি’ বলেই আখ্যা দেওয়া হয়েছে। তারা দাবি করেছে, ব্যক্তিগত লাভের আশায় দলবদল করেছেন ঈশ্বরচন্দ্র রায়।
উল্লেখ্য, ধূপগুড়ির উপনির্বাচনে ঈশ্বরচন্দ্র রায় সিপিআইএম-এর টিকিটে লড়াই করলেও নির্বাচনে জয়ী হননি। তবে এবার বিজেপিতে যোগ দিয়ে আগামী দিনে নতুন ভাবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।