‘সিঁদুর ট্রেলার মাত্র, ব্রহ্মোসের রেঞ্জে পাকিস্তানের প্রতিটি ইঞ্চি’, হুঁশিয়ারি রাজনাথের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অপারেশন সিঁদুরে পাকিস্তানকে কাঁদিয়ে ছেড়েছে ভারতীয় সেনা। তবে খেলা এখনও শেষ হয়নি। বাড়াবাড়ি করলে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে দ্বিধা করবে না ভারত। শনিবার সে কথাই পাকিস্তানকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন লখনউইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ জানালেন, ‘সিঁদুর শুধুমাত্র ট্রেলার ছিল। পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ব্রহ্মোসের রেঞ্জে রয়েছে। ভারতের বিরোধীরা স্বদেশী ক্ষেপণাস্ত্রের রুদ্র রূপ থেকে রেহাই পাবে না।