📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:শ্রীশ্রীমা সারদাদেবীর ১৭৩-তম জন্মতিথি (173th Birthday of Sri Sarada Devi) পালিত হবে আগামী ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার। বেলুড় মঠ কর্তৃপক্ষ এক বিবৃতিতে একথা জানিয়েছে। ওই দিনটি রামকৃষ্ণ-সারদা ভাবাশ্রিত লাখো লাখো ভক্তদের কাছে অতি পবিত্র আনন্দানুষ্ঠানের মধ্যে পালিত হবে দেশ-বিদেশজুড়ে প্রতিটি রামকৃষ্ণ মঠ ও মিশনে। ইংরেজি তারিখমতে সারদার জন্মদিন অন্য হলেও রামকৃষ্ণ মিশন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে তিথি হিসেবে দিনটি পালন করে। যদিও তাঁর জন্মতারিখ ২২ ডিসেম্বর, ১৮৫৩ সাল।
ওইদিন সকালে গুরুমহারাজের (রামকৃষ্ণ) আরতির পর মাতৃমন্দিরে মায়ের মঙ্গলারতি হবে। ভোর পৌনে ৫টা থেকে শুরু হবে বৈদিক মন্ত্রপাঠ। সাড়ে ৫টায় ভক্তিগীতি। সকাল ৭টায় হবে বিশেষ পুজো। একই সময়ে রামকৃষ্ণ মন্দিরে চণ্ডীপাঠ চলবে। অন্যদিকে সুসজ্জিত মণ্ডপে সকাল ৮-৯টা পর্যন্ত চলবে মাতৃসঙ্গীতানুষ্ঠান। ৯টা থেকে শুরু শ্রীশ্রী মায়ের কথা থেকে পাঠ। ১০টা-দুপুর ২.৫০ পর্যন্ত চলবে ভজন, কীর্তন ও লীলাগীতি। প্রসাদ বিতরণ হবে দুপুর ১২টায়। সন্ধ্যায় ফের মঙ্গলারতির পর সাড়ে ৬টা থেকে শুরু হবে ভক্তিগীতি।

