সাধারণ মানুষ থেকে শাসক দলের নেতা,ভোটার তালিকার ভুল থেকে রেহাই পাননি কেউ !

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:সাধারণ মানুষ থেকে শাসক দলের নেতা- খসড়া ভোটার তালিকার ভুল থেকে রেহাই পাননি কেউ !
কেউ বেঁচে থেকেও মৃত! কেউ সশরীরে এলাকায় থেকেও নিখোঁজ! সাধারণ মানুষ থেকে শাসক দলের নেতা- খসড়া ভোটার তালিকার ভুল থেকে রেহাই পাননি কেউ! তালিকায় যাঁরা মৃত, তাঁরা কোন জিয়ন কাঠির ছোঁয়ায় বেঁচে উঠবেন, বা যাঁরা নিখোঁজ তাঁরা কী করে নিজেদেরকে ভোটার তালিকায় খুঁজে পাবেন, ভেবে কুলকিনারা পাচ্ছেন না।