📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শেষমেশ অপেক্ষায় অবসান! অগ্নিসাক্ষী রেখে কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে সাত পাক ঘুরলেন আদৃত রায়। টলিপাড়ার হ্যান্ডসাম অভিনেতার বিয়ের খবরে এমনিতেই মন ভেঙেছে তরুণীদের। বৃহস্পতিবার বর্ষণমুখর দিনে এক হল টেলিপর্দার তারকাজুটির চারহাত। ছাদনাতলা থেকে ফাঁস বিয়ের ছবি।
লাল বেনারসিতে সেজেছেন কৌশাম্বী চক্রবর্তী। গা ভর্তি সোনার গয়না। টলিপাড়ার মিষ্টি নায়িকাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন সহকর্মীরা। বাংলা টেলিভিশনের ‘উচ্ছেবাবু’র মুখে মিষ্টি হাসি। বিয়ের দিন সকাল থেকেই আদৃত-কৌশাম্বীর গায়ে হলুদ ও বিয়ের সমস্ত রীতি-রেওয়াজের ছবি দেখার জন্য আকুল হয়ে গিয়েছিলেন অনুরাগীরা। সকালেই গায়ে হলুদের আসর থেকে ফাঁস হয়েছিল আদৃত ও কৌশাম্বীর ছবি। গায়ে গামছা, স্যান্ডো গেঞ্জি। মাথায় টোপর। চোখে সানগ্লাসে দেখা গিয়েছিল অভিনেতাকে। কৌশাম্বীও ফুলেল সাজে নজর কেড়েছেন।