সাতসকালে রবীন্দ্র সরোবরে তলিয়ে গেল কিশোর, পরিবারের মারাত্মক অভিযোগ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার সকাল ৭টায় রবীন্দ্র সরোবরের পাবলিক সুইমিং পুলে নামে শুভম সাহু-সহ তাঁর তিন বন্ধু। অভিজ্ঞ সাঁতারু ছাড়া ওই গভীর অংশে নামার কথা নয়। যারা সাঁতার শিখছে তাদের জন্য আরেকটি অগভীর অংশ রয়েছে। তারা বাকিদের কথা অগ্রাহ্য করেই ওখানে নামে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। নিখিল বলে একজন বাকিদের কথা শুনে উঠে আসে, অভিষেক এবং শুভম তলিয়ে যায়। অভিষেককে সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি শুভমকে।
রবীন্দ্র সরোবরে কিশোরের ডুবে মৃত‍্যুতে রবীন্দ্র সরোবর থানায় নেগলেজেন্সি বা গাফিলতির অভিযোগ আনা হয়েছে। লিখিত অভিযোগে জলাশয় ও পাড় পরিস্কার হয় না বলে অভিযোগ করা হয়েছে। এই গাফলতির কারণেই কিশোরের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। লিখিত অভিযোগ করা হয়েছে। তারই ভিত্তি 106(1)BNS অর্থাৎ গাফিলতিতে মৃত্যুর অভিযোগে এফআইআর করা হয়েছে। এফআইআর হয়েছে অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে।

error: Content is protected !!