সাতসকালে মহুয়া মৈত্রের বাড়িতে CBI হানা, চলছে তল্লাশি

নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার অর্থাৎ আজ সকালে তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্রের বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-আধিকারিকরা। সূত্রের খবর, ঘুষ নিয়ে প্রশ্ন কাণ্ডের তদন্তে তাঁর বাড়িতে হানা দিয়েছে CBI। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর বাড়ি ঘিরে রেখেছেন। এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ ওঠে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তাঁর লোকসভার মেইল আইডি ও পাসওয়ার্ড বিদেশ থেকে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ। তার ভিত্তিতে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়াকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরে রত্নাবলী আবাসনে থাকেন মহুয়া মৈত্র। শনিবার সকালে ওই আবাসনের ৯ তলার ফ্ল্যাটে পৌঁছন CBI আধিকারিকরা। ওই ফ্ল্যাটেই থাকেন মহুয়া মৈত্রের বাবা দ্বীপেন্দ্রলাল মৈত্র।

error: Content is protected !!