সল্টলেকে ইন্দিরাভবনের কাছে দুর্ঘটনা, আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সল্টলেকে ইন্দিরাভবনের কাছে দুর্ঘটনা। স্কুটারে চেপে সিটি সেন্টার থেকে বিকাশভবনের দিকে যাচ্ছিলেন ২ জন। একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে স্কুটারটি। আহতদের বিধাননগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, স্কুটারে থাকা ২ জনই মত্ত অবস্থায় ছিলেন।