সরস্বতী পূজার কার্নিভাল ২০২৬ দক্ষিণ ভান্ডার খালি রবীন্দ্রনাথ নাট্য সংস্থার পক্ষ থেকে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:হিঙ্গলগঞ্জ ব্লকের দক্ষিণ ভান্ডার খালি রবীন্দ্র নাট্য সংস্থার পক্ষ থেকে সাতদিন ব্যাপী সরস্বতী পূজার মেলা এবছর সরস্বতী পুজোর কার্নিভাল  ৩৫ বছরে পদার্পণ করল। এই মেলায় দূর দুরন্ত থেকে আসা সাধারণ মানুষের ভিড় জমায় এই মেলা দেখতে সারা বছর তারা অপেক্ষা করে থাকে কবে এই মেলা হবে। একদিকে যেমন  সাধারণ মানুষের ঢল নামে আরেকদিকে তেমনি এই মেলার বিশেষ আকর্ষণ থাকে ছোটদের ও বড়দের মনোরঞ্জন করার জন্য নাগরদোলার ব্যবস্থা থাকে  বিশেষভাবে এই মেলার বিশেষ আকর্ষণও থাকছে আতশবাজির প্রদর্শন  সুন্দরবনের এই মেলা এক ঐতিহ্য বহন করে চলছে  এ বিষয়ে  হিঙ্গলগঞ্জের সমাজসেবী  অসীম রাউত  বলেন  গ্রাম বাংলার ঐতিহ্য কে তারা যেভাবে ধরে রেখেছে তা দেখে খুব ভালো লাগলো, দক্ষিণ ভান্ডার খালি মানুষের বিশেষ উদ্যোগে সরস্বতী পুজোর কার্নিভাল প্রায় ২৫ থেকে ৩০ টি প্রতিমা এই কার্নিভালে অংশগ্রহণ করে, এই প্রতিযোগিতার মধ্য প্রথম ও দ্বিতীয় তৃতীয় দের বিশেষ পুরস্কৃত করা হয়, আগামী দিনে আরও বৃহত্তর হয়ে উঠবে এই মেলা  এ বিষয়ে সাধারণ মানুষ  নিখিল মন্ডল তিনি বলেন  পাশের গ্রামেই আমার বাড়ি এরা দীর্ঘদিন ধরেই এই মেলা চালিয়ে আসছে খুবই ভালো লাগে সাধারণ মানুষকে আনন্দ দিচ্ছে। আমি চাই এ বছরের তুলনায় আরো ভালো হবে আগামীদিনে এমনটাও আশাবাদী আমরা রবীন্দ্রনাথ সংস্থার সভাপতি তপন মন্ডল তিনি বলেন আমরা ১৯৯২ সাল থেকে এই ক্লাবের অনুষ্ঠান করে  আসছি এ বছরও বিশেষ আকর্ষণ সরস্বতী পুজোর কার্নিভাল ও আতশবাজির পদর্শন রয়েছে তাই সাধারণ মানুষদের আনন্দ দেওয়ার জন্য আমরা নিরলস ভাবে এই পরিশ্রম করে আসছি আমাদের ক্লাবের সদস্য থেকে আমরা সকলেই আগামী দিনে আরও বৃহত্তর হবে এমনটাও আশাবাদী।  এদিনের কার্নিভালে  ছিলেন  রবীন্দ্রনাথ সংস্কার সভাপতি তপন মন্ডল, হিঙ্গলগঞ্জের সমাজসেবী অসীম রাউত, ফিরোজ গাজী, খোদাবক্স গাজী, রবীন্দ্র  নাট্য সংস্থার প্রাক্তন সভাপতি  ঘণেশ্বর মন্ডল সহ ক্লাবের একাধিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *