📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ, বুধবার লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই সেই বিলের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা লোকসভায় তৃণমূলের সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে একাধিক ইস্যু থাকা সত্ত্বেও কেন এই বিল পেশ করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। দাবি করলেন, এই বিল পেশ করে রাজ্যের সরকারগুলিকে ফেলে দেওয়া ও গণতন্ত্রকে নষ্ট করার চেষ্টা চলছে।
সরকার ফেলার চেষ্টা! সংশোধনী বিল ইস্যুতে সোশাল মিডিয়ায় গর্জে উঠলেন অভিষেক
