📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: টানা বৃষ্টিতে (Heavy Rain) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে (Flood situation in South Bengal)। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-ঘাটাল, হুগলির আরামবাগ-গোঘাট এবং হাওড়া ও বাঁকুড়ার একাংশও প্লাবিত। পরিস্থিতির জন্য ডিভিসিকে দুষছেন বাসিন্দাদের একাংশ। যদিও বছর বছর বন্যা পরিস্থিতির জন্য রাজ্যকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
এদিন আন্তর্জাতিক যোগ দিবসে সকালে সল্টলেকে গিয়েছিলেন সুকান্ত। সেখানে যোগাসনের পর রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে তাঁর অভিযোগ, “সরকার চায় না তাই সমাধান হয় না। সরকার চায় প্রতি বছর বন্যা হোক! কেন্দ্রের ফান্ড আসুক, চুরি করতে সুবিধা হবে!”