সরকারি হাসপাতালে ছানি অপারেশনের ক্যাম্পে চোখ নষ্টের অভিযোগ, রাজ্যকে কী নির্দেশ হাইকোর্টের?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গার্ডেনরিচে সরকারি হাসপাতালে ছানি অপারেশনের ক্যাম্পে চিকিৎসা করানোর পর চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন এক ব্যক্তি। বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। সেই মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, সেই ক্যাম্পে কতজনের ছানি কাটানো হয়েছে? তাঁদের মধ্যে কেউ অপারেশনের পরে কোনও অভিযোগ হাসপাতাল বা কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন কি না? গোটা ঘটনার প্রাথমিক অনুসন্ধান করে রাজ্যকে রিপোর্ট তৈরি করে ১০ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ। অন্যরা সেই রিপোর্টের পাল্টা জবাব দেবে। ২২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

error: Content is protected !!