📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যের জন্য গ্যাস পাইপলাইন, রেল-সহ সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘দুর্গাপুর স্টিল সিটি উৎকর্ষ শ্রমের বড় জায়গা। এখানে ৫৪০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন হল। যোগাযোগ পরিকাঠামো মজবুত হবে, কর্মসংস্থান হবে। ‘মেক ইন ইন্ডিয়া’, ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’ এই মন্ত্রে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ। সবাইকে অভিনন্দন জানাই এই প্রকল্পগুলোর জন্য। সমগ্র বিশ্বে আজ বিকশিত ভারতের বিষয়ে চর্চা হচ্ছে। এই নতুন বদলে যাওয়া ভারতের অন্যতম লক্ষ্য হল পরিকাঠামো।’
সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী

