সরকারিভাবে অভিযোগ জানাননি কেন? রাহুলেরর ‘ভোটচুরি’র দাবি নিয়ে পালটা তোপ কমিশনের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিহারের প্রথম দফার নির্বাচনের একদিন আগে ভোটচুরি নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনেও ব্যাপক ভোটচুরি হয়েছে। তাঁর দাবি, হরিয়ানায় ২ কোটি ভোটারের মধ্যে ২৫ লক্ষ ভোটারই ভুয়ো। বিরোধী দলনেতার এই অভিযোগ নিয়ে এবার পালটা তোপ দাগল নির্বাচন কমিশনের। কমিশনের প্রশ্ন, ভুয়ো ভোটার সম্পর্কে এত তথ্য যখন জানেন, তখন অভিযোগ করেননি কেন?