📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাবার অস্বাভাবিক মৃত্যুতে গ্রেপ্তার ছেলে। মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি মগড়া থানার জয়পুর এলাকার। ঘটনার তদন্তে পুলিশ।
১৫ জুলাই বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয় জয়পুরের বাসিন্দা গোবিন্দ সাধুখাঁর। সিংলিয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার দিন বৃদ্ধের স্ত্রী বন্দনা সাধুখাঁ নদিয়ার চাকদহের মেয়ের বাড়ি ছিলেন। খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। তারপর দিনই ছেলে সৌরভ সাধুখাঁর (৪২) ও বউমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

