সব্যসাচী দত্ত বিকাশ ভবনে কেন গিয়েছিলেন? ব্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  বৃহস্পতিবার দুপুরে বিকাশ ভবনে (Bikash Bhavan Incident) চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর অভিযোগ ওঠে সল্টলেকের তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, সব্যসাচীর উপস্থিতিতে এই ‘হামলা’ চলে। যদিও ওই হামলার ঘটনায় তৃণমূল নেতা সব্যসাচী দত্তর ‘দোষ’ তাঁরা দেখছেন না বলে এদিনই সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষ দুই কর্তা।

এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এবং এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার বলেন, “উনি (সব্যসাচী দত্ত) নিজের কাজে যাচ্ছিলেন। প্রথম বেআইনি কাজটা করেছিলেন আন্দোলনকারীরাই। তাঁরা ওর গাড়ি আটকে দেন। গাড়ির সামনে শুয়ে পড়েন। তখন তিনি নেমে পরিস্থিতি সামলাতে যান।”

এবার এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সব্যসাচীর পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, “আমরা জনপ্রতিনিধি, মানুষ নরমাল লাইফ লিড করতে পারবেন না, অ্যাম্বুলেন্সে যেতে পারবে না? এটাও তো জনপ্রতিনিধির দায়িত্বের মধ্যে পড়ে।  সব্যসাচী সেটাই দেখতে গিয়েছিল। তখনই ওর ওপর ওরা চড়াও হয়।”