সফল শানসাইন ! উদাহরণ তৈরি মনীষার

নিজস্ব সংবাদদাতা, Todays Story: হকার ও ফুটপাথ দখল করে মানুষের থাকা, কয়েক দশক ধরে, দক্ষিণ কলকাতার এই দুই জ্বলন্ত সমস্যা। বাম আমলের অপারেশন শানসাইন দেখেছে এই দক্ষিণ কলকাতা। বাম সরকারের তৎকালীন দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী সুভাষ চক্রবর্তি এবং কান্তি গাঙ্গুলি সেই সময়ে হকার সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছেন। সময়ের হাত ধরে এবং শাসক দলের স্থানীয় নেতাদের বদান্যতায় লাফিয়ে বেড়েছে হকার, দখল হয়েছে ফুটপাথ, সাধারণ মানুষের উঠেছে নাভিশ্বাস। এই অবস্থায় উদাহরণ তৈরি করলেন ৮৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মনীষা বসু। কালীঘাট মেট্রো সংলগ্ন রাসবিহারী ফুটপাথ সম্পূর্ণ দখল মুক্ত করে পথচারীদের উপহার দিয়েছেন মনীষা। অন্যদিকে হকার ব্যবসায়ীদের সুন্দর ভাবে পুনর্বাসনের ব্যবস্থাও করে দিয়েছে পৌর প্রতিনিধি। এই কাজে স্বভাবতই সকলে খুশি। এক মেট্রো রেলের নিত্য যাত্রী বললেন – এই ধরনের উদ্যোগ সত্যি সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক। ফুটপাথ দখল করে হকার থাকতো, সেই কারণে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করার কারণে যানজট ও দুর্ঘটনা এখানকার নিত্য সমস্যা ছিল। এবার থেকে, এই সমস্যার সমাধান হয়ে গেলো।

error: Content is protected !!