📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের সংবাদ শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। এবার এক ব্যক্তির দাবিতে নতুন করে সরগরম হল বসিরহাট লোকসভার অন্তর্গত এই জনপদ। ওই ব্যক্তির নাম গঙ্গাধর কয়াল। নিজেকে সন্দেশখালি দু-এর বিজেপির মণ্ডল সভাপতি হিসাবেই পরিচয় দিয়েছেন। তিনি দাবি করেছেন, সন্দেশখালির মহিলাদের দায়ের করা সব অভিযোগ ভুয়ো। তাঁর দাবি, এই কাজ করতে সাহায্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও এই ভিডিও-র সত্যতা স্বীকা করেনি এডিটরজি বাংলা। শুভেন্দু অধিকারী ছাড়াও আরও দুটি নাম ওই ভিডিওতে শোনা গিয়েছে। তাঁদের মধ্যে একজন রাজ্যের বিরোধী দলনেতার আপ্তসহায়ক পীযূষ। অন্যজন ন্যাজাটের বিজেপির আহ্বায়ক শুভঙ্কর গিরি। গঙ্গাধরের দাবি, পুরো আন্দোলন তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তার জন্য যাবতীয় টাকা এবং মোবাইল ফোন দিয়ে সাহায্য করেছেন শুভেন্দু। ওই ভিডিও থেকে জানা গিয়েছে সন্দেশখালির মহিলাদের থানায় অভিযোগ দায়ের করার দায়িত্ব ছিল গঙ্গাধরের উপরে। অভিযোগের বয়ান কী হবে, তা ঠিক করে দেওয়ার দায়িত্ব ছিল বিজেপির এই মণ্ডল সভাপতির উপরে। ভিডিওতে ওই নেতা দাবি করেছেন, মহিলাদের সংগঠিত করে তিনি নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।
সন্দেশখালির ভাইরাল ভিডিওতে শুভেন্দুর নাম, অভিযোগ ওড়াল বিজেপি
