নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভূপতিনগরে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি NIA আধিকারিকদের উপর হামলা বিস্ফোরণের তদন্তে গিয়ে আক্রান্ত ফের তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। ইডির পর এবার NIA আধিকারিকদের উপর হামলার অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। এই নিয়ে স্থানীয় থানায় মামলা করেছেন NIA আধিকারিকরা। তদন্ত শুরু করেছে পুলিশ।আদালতের নির্দেশে ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্ত করছে NIA। ভূপতিনগরে গ্রামবাসীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা। জানা গিয়েছে, গত কয়েকদিন বেশ কয়েকজনকে নোটিস পাঠায় NIA। তাঁরা হাজিরা না দেওয়ায় তল্লাশিতে যান NIA আধিকারিকরা। সূত্রের খবর, ভোর রাতে তল্লাশি করতে গেলে আক্রান্ত হন NIA আধিকারিকরা। রাতের অন্ধকারে ছোড়া হয় ইট, গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এমন কী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। হামলায় জখম হয়েছেন এক আধিকারিক।