📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বাংলা ফুটবলের নিয়ামক সংস্থাকে (IFA) বলেছিলেন, পাঁচজন নয় কলকাতা ফুটবল লিগে ছয় জন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক করা হোক। আর তার পরই আইএফএ সিদ্ধান্ত নিয়েছে মাঠে ছয় জন ভূমিপুত্র রাখতেই হবে। স্থানীয় ফুটবলার তুলে আনার ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে অনেকেই মনে করেছেন।
কলকাতা ফুটবল লিগকে (CFL) একসময় মনে করা হত ভারতীয় ফুটবলের আঁতুড় ঘর। কিন্তু সেই গরিমা আজ হারিয়েছে। জাতীয় দলে এখন বাঙালি ফুটবলার খুঁজতে গেলে আতস কাচের দরকার হয়। প্রদীপের সলতের মতো একমাত্র জ্বলছিলেন শুভাশিস বোস। তিনিও চোটের জন্য ভারতীয় দলের বাইরে। এই অবস্থায় বাঙালি ফুটবলার তুলে আনা খুবই গুরুত্বপূর্ণ।