সত্যিকারের পারিবারিক সম্পর্কের প্রতিচ্ছবি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চলতি বছরেই বাবা-মা হয়েছেন টেলিপর্দার জনপ্রিয় জুটি সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরি। তাঁদের একরত্তি কন্যা তিষ্যাকে ঘিরে এখন সুখে ভরা সংসার। শ্যুটিং, সংসার, সন্তান—সব কিছুর ব্যস্ততার মাঝেও নিজেদের প্রেমটাকে একটুও আলগা হতে দেননি তাঁরা। বরং সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও গভীর হয়েছে সেই ভালোবাসার টান।

রবিবার ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন এই তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত ভাগ করে নেন সুদীপ। ছবিতে দেখা যায়—সাদার উপর লাল ফুলের জামা পরা ছোট্ট তিষ্যাকে কোলে নিয়েছেন তিনি, পাশে সাদা টি-শার্টে অনিন্দিতা। রংমিলান্তিতে তাঁদের তিনজনকে একসাথে দেখতে যেন পরিপূর্ণতা ছুঁয়ে যায়।

সবচেয়ে নজর কেড়েছে তাঁদের চুম্বনের সেই মুহূর্ত—কন্যা তিষ্যাকে কোলে নিয়ে অনিন্দিতার ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দিয়েছেন সুদীপ। মুহূর্তটি যতটা ঘরোয়া, ততটাই আন্তরিক ও আবেগঘন।

ছবির ক্যাপশনে সুদীপ লিখেছেন,
“…আর বেবি, ২৩ বছর বয়সেও আমার মনে এত কাছে…”

এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে দেন তাঁদের। অনেকে লেখেন—”ভালোবাসা মানে এটাই”, “সত্যিকারের পারিবারিক সম্পর্কের প্রতিচ্ছবি”, “তিষ্যার সামনে এমন সুন্দর ভালোবাসার প্রকাশ নিঃসন্দেহে এক বড় শিক্ষা।”

সুদীপ-অনিন্দিতা আবারও প্রমাণ করলেন—সন্তান আসার পরেও প্রেম থেমে যায় না, বরং নতুন রূপে আরও মজবুত হয়ে ওঠে।