📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সংসদের চলছে বাজেট অধিবেশন। তার মাঝেই মঙ্গলবার লোকসভায় ওয়াকফ বিল পেশের সম্ভাবনা। দলের সমস্ত সাংসদকে বাধ্যতামূলক ভাবে হাজির থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি করেছে BJP। সরব হতে পারে INDIA ব্লক।
সংসদে আজ ওয়াকফ বিল পেশের সম্ভাবনা
