শ্রাবণের শেষ সোমবারে বুড়োরাজ মন্দিরে রেকর্ড ভক্ত সমাগম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পূর্বস্থলীর জামালপুর বুড়োরাজ মন্দিরে শ্রাবণ মাসের শেষ সোমবারে দেখা গেল নজিরবিহীন ভক্ত সমাগম। লক্ষাধিক পুণ্যার্থী ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পুজো দেন বুড়োরাজের কাছে, যা আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল সামলাতে পুলিশ ও শতাধিক স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল। শান্তিপূর্ণ পরিবেশে চলে পুজো, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানত পূরণে শতাধিক ছাগ বলি হয়, পাশাপাশি হাজারো ভক্ত গাছে ঢেলা বেঁধে মানত করেন।

এদিন বিশেষভাবে নজর কেড়েছে—পুরুষ পুণ্যার্থীর তুলনায় মহিলা পুণ্যার্থীর সংখ্যা ছিল প্রায় তিনগুণ। স্নান-দণ্ডি কেটে প্রায় দেড় হাজার ভক্ত মন্দিরে পুজো দেন। সেবাইত চন্দ্রনাথ ব্যানার্জি জানান, দুধ ও গঙ্গাজল ঢেলে ভক্তরা আন্তরিক ভক্তিভরে বুড়োরাজের আরাধনা করেছেন।