শুভেন্দুর জেলায় উড়ল লাল আবির, হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বামেরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় উড়ল লাল আবির। হলদিয়া ডক ইনস্টিটিউটের (Haldia Dock Institute) পরিচালন সমিতির নির্বাচনে ফের জয়ী বাম (Left) সমর্থিত প্রগতিশীল জোট। পরিচালন সমিতি বোর্ডের একজন সহ-সভাপতি ও ১৮ জন সদস্য পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। মোট ১৯ টি আসনে ২৮ মার্চ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয়। 
শাসকদল তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্য়ে বিরোধ ক্রমশ বাড়ছে। দুই যুযুধানের চর্চায় একপ্রকার ঝাপসা হয়ে থাকা ‘শূন্য’ বামেদের খানিকটা অক্সিজেন জোগাল হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির ভোট। 
তৃণমূল প্রভাবিত আইএনটিটিইউসির ১জন সহ সভাপতি-সহ মোট ৬ জন প্রার্থী জয়ী হয়েছেন। তার থেকেও তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজেপি সমর্থিত বিএমএসের প্রার্থীরা খাতাই খুলতে পারেনি। এর আগেও বাম সমর্থিত প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করেছিল।

error: Content is protected !!