📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় উড়ল লাল আবির। হলদিয়া ডক ইনস্টিটিউটের (Haldia Dock Institute) পরিচালন সমিতির নির্বাচনে ফের জয়ী বাম (Left) সমর্থিত প্রগতিশীল জোট। পরিচালন সমিতি বোর্ডের একজন সহ-সভাপতি ও ১৮ জন সদস্য পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। মোট ১৯ টি আসনে ২৮ মার্চ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয়।
শাসকদল তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্য়ে বিরোধ ক্রমশ বাড়ছে। দুই যুযুধানের চর্চায় একপ্রকার ঝাপসা হয়ে থাকা ‘শূন্য’ বামেদের খানিকটা অক্সিজেন জোগাল হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির ভোট।
তৃণমূল প্রভাবিত আইএনটিটিইউসির ১জন সহ সভাপতি-সহ মোট ৬ জন প্রার্থী জয়ী হয়েছেন। তার থেকেও তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজেপি সমর্থিত বিএমএসের প্রার্থীরা খাতাই খুলতে পারেনি। এর আগেও বাম সমর্থিত প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করেছিল।
শুভেন্দুর জেলায় উড়ল লাল আবির, হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বামেরা
