📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ঝাড়গ্রামে বালি ব্যবসায়ীদের পাশাপাশি বালি খাদান থেকে যে সব ট্রাকে বালি নিয়ে আসা হয়, সেই ট্রাক চালকদের বাড়িতেও হানা দিয়েছে ইডি। এর আগে নয়াগ্রাম থানার হাতে অমরজিৎ বেরা এবং দুখিরাম বাগ নামে দু’জন ট্রাক চালক অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার হন।
শুধু বালি ব্যবসায়ী নয়, খাদানের ট্রাক চালকদের বাড়িতেও তল্লাশি ইডি-র
