📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ডিগ্রী তেঁতুল ডাঙ্গা এলাকায় একটি দুর্ঘটনার ভিডিওকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সাত সকালে।
পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনাটি বুধবার সকালে ঘটেছে। তবে সেটির ছবি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করার পর শিউরে উঠেছেন সাধারণ মানুষজন। স্থানীয় সূত্রে খবর। এখানের রাস্তাটি আগে সরু এবং দুর্বল ছিল বর্তমানে মজবুত চওড়া ও ডবল লেন হয়ে যাওয়ার ফলে গাড়ির গতি অনেক বেড়ে গেছে। তাছাড়া এটি চন্দ্রকোনা রোড – ঘাটাল রাজ্য সড়ক শোনা যাচ্ছে এটি হলদিয়া টাটা জাতীয় সড়কে রূপান্তরিত হতে চলেছে এর ফলে গাড়ির চাপও বেড়েছে। সেই সাথে মেদিনীপুরের কংসাবতী তথা বীরেন্দ্র শাসমল সেতু বন্ধ থাকার কারণে। অনেক গাড়ি ঘুরপথে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে, যার ফলে যেমন গাড়ির সংখ্যা বেড়েছে তেমন গাড়ির গতি অত্যন্ত বেশি সাধারণ মানুষজন এর সাথে অভ্যস্ত নয়, তাই গাড়ির গতির বলি হচ্ছে।
এই বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্য পুলিশ প্রশাসনের উচিত এই বিষয়টাতে নজর রেখে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। যদিও কেউ কেউ বলতে শুরু করেছেন। সম্প্রতি পুলিশ প্রশাসনের একটি রদবদলে স্থানীয় এলাকায় তপন মাইতি নামে একজন আইসি চন্দ্রকোনা রোড পুলিশ বীট হাউস এর আইসি হয়ে এসেছেন। তিনি আসার পর এলাকায় অপরাধ অনেক কমে গেছে। কখনও জাল লটারি কখনও চোরাই সোনা উদ্ধার করতে তিনি যেমন বদ্ধপরিকর। তেমনি তার দ্রুত ও কড়া নির্দেশ এবং অদমনীয় মনোভাবে বেশ কিছু বাইরে থেকে আসা বেআইনি গাড়ি দ্রুত চন্দ্রকোনা রোড পুলিশ বীট হাউসের এলাকা ছেড়ে পালাতে গিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে।
কেউ কেউ অবশ্য এই দুর্ঘটনার পিছনে পুলিশের অর্থ সংগ্রহকে দাবি করলেও। বেশিরভাগ অংশই কার্যত সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে।

