শীঘ্র GST সংস্কার, কমবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম: প্রধানমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘সরকার শীঘ্রই নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার আনবে। তাতে সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে। এটা হবে দীপাবলির উপহার। নতুন জিএসটি সংস্কার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপর করের পরিমাণ কমাবে। এর জন্য তৈরি করা হবে টাস্ক ফোর্স।’