📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গতকাল নিউটাউনের এক অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হলো শিশু শিল্পীদের অভিনয়ে নির্মিত সঙ্গীতচিত্র ‘বাদল বাউল’-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠান। বিশিষ্ট নির্মাতা বিপ্লব চক্রবর্তীর ভাবনায় ও সৌম্যজিৎ আদকের নির্দেশনায় এই বিশেষ ভিডিওটি নির্মিত হয়েছে, যেখানে বাংলার মাটি ও মননের এক অপূর্ব সংমিশ্রণ তুলে ধরা হয়েছে সুর ও অভিনয়ের মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মিউজিক ভিডিওতে অংশগ্রহণকারী অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীবৃন্দ। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন অভিনেতা রিক, রূপম চক্রবর্তী, অভিনেত্রী সুচন্দ্রা বানিয়া, নূপুর রায়, প্রীতম সরকার সহ আরও অনেকে।
সঙ্গীতচিত্রটির মূল আকর্ষণ, বাদল বাউল, উপস্থিত সকলকে মুগ্ধ করে আত্মপ্রকাশ করেন ও জানান, “এই ভিডিও শুধুমাত্র একটি গান নয়, এটি বাংলার সংস্কৃতি ও আবেগের এক নিঃশব্দ উচ্চারণ।”
অনুষ্ঠানটি এক অনবদ্য মিলনমেলায় পরিণত হয়, যেখানে শিশু শিল্পীদের দক্ষতা ও শিল্পভাবনার স্বতঃস্ফূর্ততা সকল দর্শকের মন জয় করে।