শিল্প শহরের অন্য সুর ! গেরুয়া শিবিরে অস্বস্তি

নিজস্ব সংবাদদাতা, Todays Story: আসানসোলের গেরুয়া প্রার্থী -কে শুভেচ্ছা জানিয়ে নিজের সমাজ মাধ্যমে, একটি পোস্ট করেছিলেন দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলিপ ঘোষ। মুহূর্তের মধ্যে কমেন্ট বক্সে কটাক্ষ আসতে শুরু করে আসানসোলের গেরুয়া প্রার্থীর বিরুদ্ধে – কেউ বলেন হারিয়ে যাওয়া দুর্গাপুরের সাংসদ, আবার কেউ বলেন এই প্রার্থী ভোটে ডাহা ফেল করবে। উল্লেখযোগ্য ভাবে রুপান রুইদাস নামক আসানসোলের এক শিল্পী দাবী করেন – আসানসোলের গেরুয়া প্রার্থী ৩ লাখ ভোটের ব্যবধানে হারতে চলেছেন। এই কেন্দ্রে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিউয়ারি -কে প্রার্থী করলে, ফল অন্য রকম হতে পারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *