নিজস্ব সংবাদদাতা, Todays Story: কথায় বলে শব্দই ব্রহ্ম! এবার লোকসভা ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমনটি হল। গঙ্গার পশ্চিম পাড়ে শিল্পায়নের কথা বোঝাতে ‘ধোঁয়ার’ কথা বলেছিলেন রচনা। তা নিয়ে মিম, টীকা, টিপ্পনির অন্ত নেই। কিন্তু তা বলে কি থামানো গেল রচনাকে? ইদের দিন পান্ডুয়ায় একটা চিমনি থেকে ধোঁয়া বেরোনের রিল তৈরি করেছিলেন রচনা। শনিবার দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে রচনা বলেন, “সবে তো শুরু। এরপর আরও কত্ত দেখাব! এবার চলতে ফিরতে দেখাব। কোথায় কতগুলো কারখানা আছে, সব দেখাব। সিগারেট বিড়ির ধোঁয়া যে নয় বুঝিয়ে দিয়েছি একবার। বাকিগুলোও বুঝিয়ে দেব।”
‘শিল্প কি মোয়া?’ ধোঁয়া-তর্কের জবাব দিয়ে ‘আরও কত্ত দেখানোর’ চ্যালেঞ্জ রচনার
