শিয়ালদহ শাখায় বাতিল ৪৬ লোকাল ট্রেন! টানা ৫৬ ঘণ্টা নন-ইন্টারলকিংয়ের কাজ হবে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  নন-ইন্টারলকিংয়ের (Non-Interlocking Work) কাজ চলবে। তাই আগামী শুক্র এবং শনিবার শিয়ালদহ শাখায় বাতিল থাকবে ৪৬টি লোকাল ট্রেন (Local Train Canceled, Sealdah Division)। একই সঙ্গে কয়েকটি ট্রেনের যাত্রাপথের সময়েও বদল ঘটানো হয়েছে। এর মধ্যে অধিকাংশই শিয়ালদহ-শান্তিপুর লাইনে। ফলে সপ্তাহের শেষে ফের দুর্ভোগের মধ্যে পড়তে হবে যাত্রীদের।

রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিষেবার উন্নতির জন্য শিয়ালদহ ডিভিশনের কালীনারায়ণপুর-শান্তিপুর অংশে চতুর্থ লাইনের কাজ করা হচ্ছে। নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী শুক্রবার সকাল ১০ টা থেকে রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

error: Content is protected !!