শিয়ালদহ-বনগাঁ শাখায় প্রথমবার ছুটল এসি লোকাল, উচ্ছ্বসিত যাত্রীরা 

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শিয়ালদহ-বনগাঁ শাখায় প্রথমবার ছুটল এসি লোকল। উচ্ছ্বসিত যাত্রীরা। এসি লোকাল ট্রেন দেখতে শুক্রবার সকাল থেকেই স্টেশনে ভিড় জমিয়েছিলেন অনেকেই। ট্রেনেও ভিড় ছিল ভালোই। তবে ভাড়া নিয়ে ক্ষোভ রয়েছে যাত্রীদের একাংশের।