শিক্ষায়-মেধায় এক নম্বরে বাঁকুড়া: মুখ্যমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:জনসভার শুরুতেই বাঁকুড়া জেলার প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষায়-মেধায় এক নম্বরে বাঁকুড়া। জেলার মাটি থেকেই শহরে যান বড় বড় ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা। গ্রাম থেকেই মানুষ হয়েই আমরা শহরে যাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *