শালবনিতে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সফরসঙ্গী কি সৌরভ?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবার শালবনিতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে শালবনিতে দু’টি ৮০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ার কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল। শালবনিতে জিন্দলদের সিমেন্ট কারখানা হয়েছে। তার পরেও বেশ কিছু পরিমাণ জমি পড়ে আছে। সেখানেই জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট গড়ে উঠবে। এবার সেই পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে যাবেন মুখ্যমন্ত্রী বলে নবান্ন থেকে তিনি জানিয়ে ছিলেন। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জেলাজুড়ে এখন সাজো সাজো রব। তবে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী কি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?‌ এটাই এখন বড় প্রশ্ন।এদিকে ক্রিকেট দুনিয়ায় সফল সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়ে সাফল্য পান। এখন শিল্পপতি হওয়ার পথে সৌরভ গঙ্গোপাধ্যায়। পারিবারিক ব্যবসা তো ছিলই। এবার নিজেও ইস্পাত কারখানা গড়তে চান। সেই সূত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নানা শিল্প বৈঠকে থেকেছেন সৌরভ। সেটা শুধু দেশের মাটিতে নয়। বিদেশের মাটিতেও। সম্প্রতি লন্ডন থেকে ঘুরে এসেছেন। যেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা বারবার তুলে ধরেছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে দুবাইয়ের মাটিতেও। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও সফল। এখন শালবনিতে জিন্দাল গোষ্ঠী বিদ্যুৎ কারখানার শিলান্যাস হবে। সেখা আমন্ত্রিত হলেন বঙ্গসন্তান সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামীকাল, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন সৌরভ বলে সূত্রের খবর।অন্যদিকে শালবনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার বিষয়টি নিয়ে এখন জেলা পুলিশ–প্রশাসনের কর্তারা ভীষণ ব্যস্ত। মুখ্যমন্ত্রী নিজে তারিখ ঘোষণা করেছেন। সুতরাং সেটার নড়চড় হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘শালবনিতে হচ্ছে ৮০০ মেগাওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্ট।‌ সেখানে যাব ২১ তারিখ। শিলান্যাস করব। ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে জিন্দাল। সাগরদিঘি, বক্রেশ্বর এবং দুর্গাপুর সাঁওতালডিহিতে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে বাংলাজুড়ে। এগুলি হলে আগামী প্রজন্মের স্বার্থে বিদ্যুতের অভাব হবে না। কর্মসংস্থান হবে।’‌এছাড়া সজ্জন জিন্দাল স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন। তাই সেটা ফেলতে পারেননি বাংলার দাদা বলে সূত্রের খবর। আর রাত পোহালেই মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামীকাল সকালে শালবনির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দুপুরে সেখানে পৌঁছে যাবেন সৌরভ। তার পর বিকেলে সেখানের অনুষ্ঠান শেষ করে জিন্দালদের বিশেষ বিমানে কলকাতা ফিরে আসবেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনি থেকে চলে যাবেন মেদিনীপুর। ২২ তারিখ গড়বেতায় সোলার পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করবেন তিনি।

error: Content is protected !!